কালেমা ইসলামের মৌলিক বিশ্বাসের পরিচয় বহন করে। কালেমার মূল অর্থ হল, সৃষ্টিকর্তা আল্লাহ্ ও সর্বকালের শ্রেষ্ঠ মানুষ হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম কে মনে প্রাণে বিশ্বাস করা।
মূলত কালেমা হল, আরবি কিছু পঙক্তি। আরবি কিছু লাইন।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে কালেমার বিভিন্ন রূপ আছে। কেউ কেউ বলেন কালেমা ৫টি, কেউ বলেন কালেমা ৬টি, কেউবা বলেন কালেমা ৪টি।
কালেমা না জানলে কি মুসলমান হওয়া যাবে না?
উত্তরঃ হ্যাঁ যাবে, কালেমা মুখস্ত করার সাথে মুসলমান হবার কোন সম্পর্ক নেই।
মনে রাখা জরুরী, কালেমা মুখস্ত করার বিষয় নয়। মুসলমান হতে হলে কালেমা মুখস্ত করতে হবে এমন কোন কথা নেই।
“কালেমা মুখস্ত না করলে মুসলমান হওয়া যাবে না”- এই কথাটি সম্পূর্ণ ভূল।
তাহলে কালেমা আমরা কেন শিখব?
আমরা কালেমা শিখব ৩টি কারণে-
- ঈমান মজবুত করার জন্য,
- আল্লাহ্ ও রাসূলের প্রতি অনুগত থাকার জন্য,
- নেক (ভাল) কাজ করার জন্য।
পাঁচ কালেমা বাংলা উচ্চারণ,পাঁচ কালেমা আরবি,কালেমা তাইয়্যেবা আরবি,পাঁচ কালেমা আরবি-উচ্চারন-অর্থ,পাঁচ কালেমা pdf,পাঁচ কালেমা ছবি,কালেমা তাওহিদ,পাঁচ কালেমা বাংলা উচ্চারণ সহ pdf
কালিমা শাহাদৎ :
কালিমা শাহাদৎ আরবি
اَشْهَدُ اَنْ لَّا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَاشَريْكَ لَهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُه
কালেমা শাহাদৎ বাংলা উচ্চারণ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
কালেমা শাহাদৎ বাংলা অর্থ
আমি সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ্ ব্যতীত অন্য কোন মাবুদ নেই। তিনি এক। তাঁহার কোন অংশীদার নেই, এবং আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে, নিশ্চয়ই হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহ্র প্রেরিত বান্দা ও রাসূল।
আরবি-উচ্চারন-অর্থ ( কালিমা তাইয়্যেবা )
কালেমা তাইয়্যেবা আরবি
لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ
কালেমা তাইয়্যেবা বাংলা উচ্চারন
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কালেমা তাইয়্যেবা বাংলা অর্থ
আল্লাহ এক আর কোন মাবুদ নেই। হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত রাসূল।
কালিমা তাওহীদ আরবি
لَا اِلَهَ اِلَّا اَنْتَ وَاحِدَ لَّاثَانِىَ لَكَ مُحَمَّدُرَّ سُوْلُ اللهِ اِمَامُ الْمُتَّقِيْنَ رَسُوْ لُرَبِّ الْعَلَمِيْنَ
কালিমা তাওহীদ বাংলা উচ্চারন
লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্ দাহু লা-সারিকা লা-হু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহা ই ওয়া উ মিতু বি ইয়া সি হিল খাইরু ওয়া-হু-ওয়া আ-লা কুল্লি শাইয়িন ক্বাদীর।
কালিমা তাওহীদ বাংলা অর্থ
আল্লাহ এক আর কোন মাবুদ নেই তিনি এক তার কোন অংশীদার নেই। সমস্ত সৃষ্টি জগৎ এবং সকল প্রশংসা তাঁরই। তিনি জীবন হান করেন আবার তিনিই মৃত্যুর কারণ তার হাতেই সব ভাল কিছু এবং তিনিই সৃষ্টির সবকিছুর উপর ক্ষমতাবান।
কালিমায়ে রদ্দে কুফর আরবি
اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ مِنْ اَنْ اُشْرِكَ بِكَ شَيْئً وَاَنَا اعَلَمُ بِهِ وَاَسْتَغْفِرُكَ لِمَا اعَلَمُ بِهِ وَمَا لاَاعَلَمُ بِهِ تُبْتُ عَنْهُ وَتَبَرَّأتُ مِنَ الْكُفْرِ وَالشِّرْكِ وَالْمَعَاصِىْ كُلِّهَا وَاَسْلَمْتُ وَاَمَنْتُ وَاَقُوْلُ اَنْ لاَّاِلَهَ اِلاَّاللهُ مُحَمَّدُ رَّسَوْلُ اللهِ
কালিমায়ে রদ্দে কুফর বাংলা উচ্চারন
আল্লাহুম্মাহ ইন্নী আউযুবিকা মিন্ আন্ উশ্রিকা বিকা শাইআওঁ ওয়া আনা আ’লামু বিহী, ওয়া আস্তাগ্ফিরুকা লিমা আ’লামু বিহী, ওয়ামা লা-আ’লামু বিহী, তুব্তু আন্হু ওয়া তাবাররা’তু মিনাল কুফরি ওয়াশ্ শিরকি ওয়াল মায়াছী কুল্লিহা, ওয়া আসলামতু ওয়া আমান্তু ওয়া আক্বুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহি।
কালিমায়ে রদ্দে কুফর বাংলা অর্থ
হে আল্লাহ্! আমি তমার নিকট আকাঙ্ক্ষা করছি যে আমি যেন কাউকে তমার সাথে শরিক না করি। আমি আমার জ্ঞাত ও অজ্ঞাত পাপ হতে ক্ষমা প্রার্থনা করছি এবং তা হতে তোবা করছি। কুফরী, শিরক ও অন্যান্য সব পাপ হতে দূরে থাকছি। এবং স্বীকার করছি যে, “আল্লাহ এক আর কোন মাবুদ নেই। হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহর প্রেরিত রাসূল।”
পাঁচ কালেমা বাংলা উচ্চারণ,পাঁচ কালেমা আরবি,কালেমা তাইয়্যেবা আরবি,পাঁচ কালেমা আরবি-উচ্চারন-অর্থ,পাঁচ কালেমা pdf,পাঁচ কালেমা ছবি,কালেমা তাওহিদ,পাঁচ কালেমা বাংলা উচ্চারণ সহ pdf.৫ কালেমা আরবি,৫ কালেমা বাংলা অর্থসহ,পাঁচ কালেমা আরবি-উচ্চারন-অর্থ,৫ কালেমা পিডিএফ,চার কালেমা বাংলা উচ্চারণ,৬ কালেমা বাংলা উচ্চারণ,৫ কালেমা ছবি,কালেমা তাইয়্যেবা ছবি
0 Comments